শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম চেম্বারে নতুন পর্ষদ ও নতুন মুখ

 

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ওমর হাজ্জাজ। তিনি ২০১৯-২০২১ মেয়াদে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি, ২০১৭-২০১৯ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ওমর হাজ্জাজ চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও চিটাগং চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফের ছেলে। ১৯৯২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
এছাড়া তরফদার মো. রুহুল আমিন পুনরায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। রাইসা মাহবুব সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রাইসা মাহবুব চেম্বারের সদ্য সাবেক সভাপতি ও এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের দ্বিতীয় সন্তান।
বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপরই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।
গতকাল ৮ আগস্ট মঙ্গলবার চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় ভোটাভুটির মাধ্যমে এ তিনজন নতুন নেতৃত্বকে নির্বাচিত করা হয় বলে চেম্বার সূত্র জানিয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক একেএম আকতার হোসেনের পরিচালনায় নবনির্বাচিত পরিচালকমণ্ডলী থেকে তিন সদস্যের প্রেসিডিয়াম নির্বাচিত করা হয়।
চেম্বার সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল, কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ৬ আগস্ট পর্যন্ত। অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৬টি পদের বিপরীতে ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩ জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন; যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn