
চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশের ৫টি গাছ কেটে নিয়ে গাছের গোড়ালী ও সড়ক জায়গা দখল করে মাটি দিয়ে ভরাট করছে কাপ্তাই সড়কের পাশে নির্মানাধীন এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিন। উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল অভিযোগ করে বলেন, আমার ইউনিয়নের বইজ্যাখালী এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের পাশে রোপন করা ৫টি গাছ কেটে নিয়ে গাছের গোড়ালী মাটি দিয়ে ভরাট করে দিয়েছে এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিন। আমি বাধা দিলেও আমার বাধা অমান্য করে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন অনুমতি না নিয়ে সড়কের পাশে রোপন করা গাছ কেটে সড়কের জায়গা দখল করে মাটি দিয়ে ভরাট করছে । বিষয়টি আমি রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে অবহিত করেছি । সড়কের পাশ থেকে গাছ কাটা প্রসঙ্গে এস এ টাওয়ারের মালিক সাইফুউদ্দিনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সড়কের পাশে গাছ গুলো বিদ্যুৎ বিভাগ কেটেছে আমি কোন গাছ কাটেনি। কাপ্তাই মহাসড়কের পাশ থেকে বৃক্ষ নিধন করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।