
গত ১৬ রমজান ৮ এপ্রিল শনিবার বিকাল চারটা হতে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা জয়নাল আবেদীন জেহাদির পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা সৈয়দ ফারুক আহমদ মুনিরী ছাহেব। বক্তব্য রেখেছেন যথাক্রমে- আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা হাবিব আহমদ মুনিরী, অধ্যাপক ম,জ,ম,আব্দুল ওয়াহাব, আলহাজ্ব হাসান মাসুদ মেম্বার, মাওলানা আব্দুল মালেক আশরাফী, কাজী মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদ শামসুল আলম,খ,ম, জামাল উদ্দিন, মোহাম্মদ হোসাইন, ইন্জিনিয়ার রাসেল, মাওলানা মুহাম্মদ আব্দুস শুক্কুর, মোহাম্মদ ওসমান আলী, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত এর ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী।