শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম অনুর্ধধ -১৬ জেলা দলকে হারিয়ে ফাইনাল খেলবে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি

চট্টগ্রাম অনুর্ধধ -১৬ জেলা দলকে হারিয়ে ফাইনাল খেলবে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমি

 

 

অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম অনুর্ধধ-১৬ জেলার দলকে ৪ ম্যাচে ৪জয় নিয়ে ফাইনালে পা রাখেন দলটি।
আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির অলরাউন্ডার খেলোয়াড় মিনহাজুল হক রাহাত অপরাজিত (৫৩) রান করে দলকে ফাইনালে প্রস্তুতি নিয়ে এবার মাঠে দক্ষিণ জেলা ক্রিকেটার। সে ভাবছে আনোয়ারা মান রাখার কথা নতুন প্রজন্মের আইডল এ খেলোয়ার। তিনি বলেন সব কিছু সম্ভব হয়েছে আমার মা ও বাবা সহযোগিতা পরিবারের সকলের দয়াতে। কারন আমার ক্রিকেট টিমের সকল ইচ্ছা বাবা পাশে থাকায় মায়ের আদরের জন্য । আর ধন্যবাদ জানায় আমাদের আনোয়ারার ক্রিকেট একাডেমির টিম ও কোর্চ কে।আমাকে আজ পদবী পাওয়ার ও সব বিষয়ে পারদর্শী করে তুলতে সহযোগিতা করায়। আগামী দিনের এর চায়তে ভালো করার আশাবাদী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn