সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৪৫ জন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৪৫ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৪৫ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৬ হাজার।

শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন রোগী।তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬ জন।

এর মধ্যে গত আগস্ট মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ১১ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৩ জনের।এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn