শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামে সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রিয়াজ উদ্দিন বাজারের আমতলীস্থ সিডিএ নিউ হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৩ জানুয়ারি) সোমবার রাত ৯ ঘটিকায় হকার্স মার্কেট সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন মার্কেট সমিতির সদস্যরা বলেন, চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সিডিএ নিউ হকার্স মার্কেট অফিসে সন্ত্রাসী হামলা, ভাঙচুর লুটপাট করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী হাজী সেলিমের নেতৃত্বে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করছি। লুটপাট ও হত্যার উদ্দেশ্যে করা এ হামলার তীব্র নিন্দা জানাই।
সদস্যরা আরও বলেন, চিহ্নিত সন্ত্রাসী হাজী সেলিমের নেতৃত্বে দলবদ্ধভাবে সমিতির কার্যালয়ে ঢুকে অফিসের আসবাবপত্র, মনিটর, সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে ও সমিতির নগদ টাকা লুটপাট করে। এতে প্রায় ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ভাংচুর ও হামলায় বাঁধা দিতে গেলে তারা সমিতির বেশ কয়েকজন সদস্যকে মেরে গুরুতর আহত করে। তারা বর্তমানে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেট সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, সমিতির সহ-সভাপতি হাফেজ নুরুল আফসার, সদস্য আক্তার জালাল চৌধুরী, মোঃ কাসেম, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, ওয়াজেদ আলী, হাজী জমির উদ্দিন, হাজী খোরশেদ আলম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn