চট্টগ্রামে সমমনা আইনজীবী সংসদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চট্টগ্রাম নগরীর কোর্ট হিলে সমমনা আইনজীবী সংসদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ নভেম্বর) সোমবার চট্টগ্রাম আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শ্রী চন্দন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট গুণপাল ধর, অ্যাডভোকেট রনজিৎ মিত্র, অ্যাডভোকেট এস এম জাদিদ মিরু, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ফায়জুল্লাহ, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী ফারুক, অ্যাডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, অ্যাডভোকেট রফিকুল আলম।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শ্রী চন্দন শীল বলেন, আদালতে বিজ্ঞ বিচারকেরা যেন স্বাধীনভাবে তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারেন সেটা নিশ্চিত করতে হিবে। কোনোভাবেই বিজ্ঞ বিচারকদের চাপ প্রয়োগ করা যাবে না।
তিনি আরও বলেন, আদালত অঙ্গনে আসা বিচারপ্রার্থী সাধারণ জনগণ যেন হয়রানির স্বীকার না হয় সেটাও নিশ্চিত করতে হবে।
অ্যাডভোকেট আমীর আব্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বর্ষপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম।
এছাড়াও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাউসার তালুকদার, অ্যাডভোকেট তৌহিদ করিম, অ্যাডভোকেট রাজিব দাস, অ্যাডভোকেট শুভ সুশীল, অ্যাডভোকেট আক্তার বেগম, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মইন উদ্দিন, অ্যাডভোকেট বিষুময় দেব, অ্যাডভোকেট আবু সুফিয়ান সিদ্দিক, অ্যাডভোকেট শম্ভুনাথ নন্দী, অ্যাডভোকেট মইনুল আলম টিপু, অ্যাডভোকেট তৌহিদুল মনির, অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
এ সময় বক্তারা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আইনজীবীদের বিচার অঙ্গনে নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা।
এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও প্রয়াত আইনজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।