শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শুঁটকি গুদামে বিষ্ফোরণ,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় একটি শুঁটকি গুদামের কোল্ডস্টোরেজ বিস্ফোরণে দেয়াল ধসে চার জন আহত হয়েছেন। বিস্ফোরণে কারণে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বাকলিয়া থানার চাক্তাই রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজন হলেন— মো. তারেক, নূর হোসেন, মো. মান্নান এবং রবিন। তারা বিস্ফোরণস্থলের পাশে লুডু খেলছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘রাজাখালীর ওই শুটকি ফ্যাক্টরির কোল্ড স্টোরেজে বিপুল পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ছিল। রাতে অ্যামোনিয়া গ্যাসের বিস্ফোরণে পাশের দেয়াল ধসে ৪-৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যতদুর জেনেছি, তারা পাশে বসে লুডু খেলতেছিলো মোবাইলে। তাদের সবাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিস্ফোরণের সাথে সাথে আগুন লেগে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ‘এখানে একটা শুটকির গুদামে আগুন লেগেছে। আমাদের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে গ্যাস থাকায় আমাদের স্পেশাল টিমও ঘটনাস্থলে রয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn