শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শিক্ষা বোর্ডের ফটক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ 

 ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা।

বুধবার (৯ আগস্ট) দুপুর থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে।

পরে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের বিক্ষোভকারীরা আশ্বাসে সেখান থেকে সরে আসে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আড়াই বছর সময় নিয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিয়েছে।

কিন্তু ২০২৩ সালে আমরা মাত্র দেড় বছর সময় পেয়েছি। অথচ আমাদের ১০০ নম্বরের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে।

এ ছাড়া গত বছর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষা নেওয়া না হলেও এবার সে বিষয়েও পরীক্ষা হবে। এছাড়া চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেক শিক্ষার্থী হাসপাতালে। তাই আমাদের দাবি ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক।

তারা আরও বলেন, চেয়ারম্যান স্যার আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। স্যার আমাদের আশ্বাস দেওয়ায় আমরা বিক্ষোভ অবরোধ কর্মসূচি স্থগিত করে গেট ছেড়ে দিয়েছি। এতেও যদি মন্ত্রণালয় থেকে আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো।

এবিষেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ  বলেন, আমরা পরীক্ষার্থীদের দাবিগুলো শুনেছি। সেগুলো আমরা কর্তৃপক্ষকে জানাবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn