রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মশা নিধনে ক্র্যাশ কর্মসূচি শুরু

ডেঙ্গুর বিস্তার রোধে বৃহস্পতিবার চট্টগ্রামে মশা নিধনে ক্র্যাশ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম নার্সিং কলেজ চত্বরে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আয়োজিত ১০০ দিনব্যাপী মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
চলতি বছর চট্টগ্রাম জেলায় মোট ৩৭০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে ২৫০ জনই নগরীর বাসিন্দা। এর মধ্যে বুধবার এক দিনেই ডেঙ্গু আক্রান্ত হন সর্বোচ্চ ৩০ জন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ হাফিজুল ইসলাম, কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn