শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন সিএমপি কমিশনার

পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে ৫ শত বীর মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা উপহার দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন কশিনার কৃষ্ণ পদ রায়।

 

মঙ্গলবার (২৭ জুন) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর গেমস হলে এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সিএমপি কমিশনার বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর একটি প্রয়াস থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই আয়োজন। এ সময় তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন।

 

এতে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এসআই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn