সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রকাশ্যে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবলীগ নেতার নাম মুসলিম উদ্দিন।
আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকার একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্হানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।
জানা যায়, গুপ্তাখালী গ্রামের বেড়িবাঁধ এলাকায় একটি কারখানায় কর্মরত ছিলেন মুসলিম উদ্দিন। বিকেল সাড়ে পাঁচটার দিকে কারখানা থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা মুসলিম উদ্দিনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নিহত মুসলিম উদ্দিনের পরিবার দাবি করেছেন, স্হানীয় বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা এ হত্যাকান্ডে জড়িত। স্হানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আলহাজ্ব আসলাম চৌধুরীর অনুসারী ও স্হানীয় বিএনপি নেতা। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn