রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পাইওনিয়ার মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামে পাইওনিয়ার মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে
চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাই স্কুলের ভবনে আজ ১৩ ডিসেম্বর শুক্রবার পাইওনিয়ার মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেন পাইওনিয়ার এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান এম. এন হুছাইন ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কনিকা সুলতানা।
এসময় পরীক্ষা পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদবৃন্দের সোহেল আক্তার খান, এমদাদুল করিম, কাজী আবদুর রহমান, ডা: এম এ জলিল, আব্দুল মালেক , উপদেষ্টা বেলাল হোসেন এবং হলের দায়িত্ব পালন করেন কাজী আলো, শাহরিয়ার মাসুম, ইসরাত জাহান, আইরিন আক্তার, সুমাইয়া আকতার , নাজিম উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষাকবৃন্দ।
এ মেধা পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন চাইল্ড ফেয়ার একাডেমী অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীদের বিশেষ সেচ্ছাসেবক দল ও সাংবাদিকবৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এম. এন হুছাইন বলেন, আমরা হালিশহর এলাকায় শিক্ষা বিকাশে নিয়মিত, অনিয়মিত, বার্ষিক ও মাসিক “শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরীর প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে আসছি। শিক্ষা সহায়ক আরোও বিভিন্ন কাজ করে যাচ্ছি। সরকারী বেসরকারী সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। সকলের সহযোগিতা কমনা করে ধন্যবাদ জানিয়ে তার আলোচনা শেষ করেন।
কেন্দ্র সচিব ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কনিকা সুলতানা বলেন, বৃত্তির টার্গেট আসন পূরণ হয়ে ওভার হয়ে গেছে। আমরা শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রাম শহরে কাজ করে যাচ্ছি, সামনে আরও শিক্ষা বিকাশে বিভিন্ন কাজ করবো ইনাশাল্লাহ আপনারা সকলে আমার পাশে থাকবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn