বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহজাহান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে।
গতকাল ৮ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়। তিনি কক্সবাজারের উখিয়ার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৭৪ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৬ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত ৮ সেপ্টেম্বর নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্তদের মধ্যে ৪৫ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪২ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ২৯ জন, চট্টগ্রাম কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ১৭ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১৮ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২২ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে এক যুবক চমেক হাসপাতালে মারা গেছেন। আগের দিন বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থেকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn