বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গুতে এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১

 চট্টগ্রামে ডেঙ্গুতে এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১

 ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৪১ জন। এ নিয়ে চলিত আগস্টেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন।

রবিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৩ জন রোগী।এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন ভর্তি রয়েছে ৩০ জন।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন। গত জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ২ হাজার ৩১১ জন।

নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ২৮১ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৭৭ জন।

এ মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চলিত আগস্টেই মিলেছে ১ হাজার ৬৯০ রোগী। গত  মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছিল ১ হাজার ৬৮৮ জন।

এ ছাড়া এবছর ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলিত মাসে মারা গেছে ২৭ জন। জুলাই মাসেই মারা গেছেন ১৭ জন। জুন মাসে ৬ জন। জানুয়ারি মাসে ৩ জন।

সবচেয়ে বেশি মারা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জন মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বেসরকারি হাসপাতালে।

কিন্তু গত বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়। করোনা মহামারি শুরুর আগে ২০১৯ সালে বিশ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

তবে ডেঙ্গুতে এ বছর কত মানুষ আক্রান্ত হয়েছেন বা প্রতি বছর কত মানুষ আক্রান্ত হন, তার সঠিক পরিসংখ্যান সরকারের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে পাওয়া যায় না। স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যাই শুধু প্রকাশ করে। বাস্তবে হাসপাতালে ভর্তি রোগীর চেয়ে অনেক বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn