রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গাজার নির্যাতিতদের পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে গাজার নির্যাতিতদের পাশে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

বিশ্বব্যাপী ইসরাইলি বর্বরতায় নির্যাতিত মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে গাজার পক্ষে জোরালো আওয়াজ তোলেন এবং ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানান। সমাবেশে বক্তারা বলেন, “গাজার নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ।”

সমাবেশে গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী ‘জিহাদ’-এর অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। শত শত মানুষ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন।

প্রতিবাদের অংশ হিসেবে ইসরাইলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর একটি কুশপুত্তলিকা তৈরি করে সেটিতে জুতা মেরে চরম ঘৃণা প্রকাশ করা হয়। পরে কুশপুত্তলিকাটি আগুন দিয়ে দাহ করা হয়—যা প্রতীকি প্রতিবাদের এক দৃশ্যমান রূপ হিসেবে উপস্থিত সকলকে উদ্দীপ্ত করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn