রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রামে কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন উপলক্ষে এক পরিচিতি সভা গতকাল ৭ ডিসেম্বর শনিবার রাতে মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির দ্বি বার্ষিক (২০২৫-২০২৭) কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব মো : কামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন চেয়ারম্যান মো: মনিরুজ্জামান, কমিশনের সদস্য মো: আবুল কালাম আজাদ, মো: মজিবুর রহমান খান, মো: শওকত আলী লিটন, আপীল কমিটির আহ্বায়ক বাপন চন্দ্র ধর, কমিটির সদস্য খোরশেদ আলম সেলিম চৌধুরী, কায়সার আহমেদ চৌধুরী, আমির হোসেন। সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ইয়াসিন, আবু নাছের তালুকদার, সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও তিন প্যানেলের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৯ জন সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী মার্কেটের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে আগামী পরিষদ অঙ্গীকারাবদ্ধ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী পরিষদের নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে সকলের অংশগ্রহণ কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn