শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আমদানি মূল্যে বিক্রি হচ্ছে খেজুর

চট্টগ্রামে আমদানি মূল্যে বিক্রি হচ্ছে খেজুর

 

চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমদানি মূল্যে বিক্রি হচ্ছে ‘হানিয়া’ খেজুর। মার্কেটে এই মানের খেজুর ৫শ’ থেকে ৭শ’ টাকায় বিক্রি হলেও সকল কিছু বিবেচনায় ‘আমদানি মূল্যে বিক্রি’ কর্মসূচির ‘আশ বাজার’ এর এ খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি মাত্র ৩০০ টাকা ও প্রতি কার্টুন ১৫০০ টাকা। প্রতি কার্টুনে রয়েছে ৫ কেজি।

এর মধ্যে আবার প্রতি কেজি ‘হানিয়া’ বিক্রি থেকে ২০ টাকা করে ও প্রতি কার্টুন থেকে ১০০ টাকা সরাসরি চলে যাবে মজলুম গাজাবাসীর সহযোগিতায়।

আজ সোমবার থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল, লালখানবাজার বিসমিল্লাহ কার সেন্টার ও এক্সেস রোডের বিপরীতে চন্দনপুরা মসজিদের পাশে লাহোরীতে এই খেজুর পাওয়া যাচ্ছে।

জানা যায়, বিবিধ সময়ে যারা গাজাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাসেবা দিতে মিশর যেতে বারংবার মেসেজ, কমেন্ট করেছেন তাদের জন্য এসে গেলো দারুণ এক অভাবনীয় সুযোগও। প্রতি কার্টুন ‘হানিয়া’ ক্রয়ের সাথে সাথে ক্রেতা পাবেন একটা কূপন বা অনলাইনে কাস্টমার কোড। সকল কাস্টমারের কাছ থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পেয়ে যাবেন গাজায় কাজ করা প্রথম বাংলাদেশি সংস্থা আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গাজাবাসীর সেবায় সম্পূর্ণ বিনামূল্যে মিশর যাওয়ার সূবর্ণ সুযোগ! এ সুযোগ অবশ্যই ‘হানিয়া’ স্টক থাকা পর্যন্ত।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, মজলুম শহীদ নেতার নামানুসারে নামকরণকৃত ‘হানিয়া’ সুলভে সহজে পৌঁছে যাবে অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে। আজ সোমবার থেকে ‘হানিয়া’ খেজুর নির্দিষ্ট পয়েন্টে পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn