রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আন্তর্জাতিক কারাতে সেমিনার

চট্টগ্রামে আন্তর্জাতিক কারাতে সেমিনার আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ইনস্পায়ার চট্টগ্রাম। বিশ্ব কারাতে চ্যাম্পিয়ন শিনজি নাগাকি’র প্রত্যক্ষ প্রশিক্ষণের সুযোগ সম্বলিত ২৪-২৫ আগস্ট দু’দিন ব্যাপী এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ২৪ আগস্ট ২০২৩ নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়।

ইনস্পায়ার চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর, ইনস্পায়ার চট্টগ্রামের প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজনীন সরোয়ার কাবেরী, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, আমাদের শুধু বড় বড় টুর্নামেন্ট আয়োজন করলে হবে না পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। এটা সব ক্ষেত্রের খেলার জন্য। আজকে যারা এই কর্মশালায় অংশ নিচ্ছেন তারা এইখান থেকে ভালো কিছু শিখে দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন- এই প্রত্যাশা করি।

রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ঢাকা থেকে এই প্রশিক্ষণে অংশ নেন ১২৬ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক তুলু উশ শামস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আরিফুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কারাতে কমিটির সম্পাদক রতন তালুকদার, জয়জিৎ চৌধুরী, জুয়েল ওসমানী, জাওইদ চৌধুরী, সাজিদা জেসমিন।

আন্তর্জাতিক কারাতে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্পায়ার চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn