
চট্টগ্রাম প্রেস ক্লাবের আলহাজ্ব সুলতান আহম্মেদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সংলাপ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অংশগ্রহণকারী চট্টগ্রাম এর জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ নেতৃত্ব সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে অঙ্গীকার ব্যক্ত করেন।
দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে এবং ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ নেটওয়ার্ক-এর সহায়তায় অনুষ্ঠিত এই সংলাপ সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সমাজ থেকে পারস্পরিক ঘৃণা-বিদ্বেষ দূর করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় বক্তাগণ সমাজ ও রাষ্ট্রে ঘৃণা-বিদ্বেষ এর বিস্তারের কারণ ও প্রতিকারের উপায়, এক্ষেত্রে সরকার, রাজনীতিবিদ, নাগরিক ও তরুণদের দায়িত্বশীল ভূমিকা বিষয়ে মতামত ব্যক্ত করবেন। সংলাপে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংবিধানের আলোকে সকল নাগরিকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ার ওপর গুরুত্ব আরোপ করা হবে। একটি সম্প্রীতির সমাজ গড়তে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আলোচনায় উল্লেখ করা হয়।
উক্ত সামাজিক সম্প্রীতি সভা জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে ও পরিবেশবিদ মোঃ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
সামাজিক সম্প্রীতি সভায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনা অংশ নেন সাবেক সংসদ সদস্য ও চাকসু ভিপি মাজহারুল হক শাহ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবুল,ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: বিদ্যুৎ বড়ুয়া উপ পরিচালক চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম,চট্টগ্রাম ভেটিনারি এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ ওমর ফারুক মিয়াজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ নুর হোসাইন, চট্টগ্রাম প্রেসক্লাবে সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিএনপি নেতা জসিম উদ্দিন, দি হাঙ্গার প্রজেক্ট’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায় প্রমুখ।
আলোচনা শেষে অংশগ্রহণকারীগণ সম্মিলিতভাবে সমাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়।
Post Views: ৯৬