শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ

 

আজ ১ ফেব্রুয়ারি শনিবার দ্য পেনিনসুলা চট্টগ্রাম -এ বহুল প্রতীক্ষিত প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক সার্জন এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত এই কর্মশালায় হিপ প্রতিস্থাপন সার্জারির সর্বশেষ অগ্রগতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

ডাঃ ইকবাল হোসেন এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন। অনুষ্ঠানে অতিথি ফ্যাকাল্টি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডাঃ এম আমজাদ হোসেন; এভারকেয়ার হাসপাতাল ঢাকার আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জন, কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স বিভাগ ও বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সেক্রেটারি জেনারেল, ডাঃ এম আলী; ডাঃ আনিসুর রহমান হাওলাদার; ট্রেজারার, বিএএস, বৈজ্ঞানিক সম্পাদক ডাঃ হাসান মাসুদ; বিএএসের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ওয়াকিল আহমেদ; যোগাযোগ সম্পাদক, ডাঃ পারভেজ আহসান।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাহুল ভান, কনসালটেন্ট, ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, এবং ডাঃ খালেদ বিন ইসলাম ফ্যাকাল্টি হিসেবে অংশগ্রহণ করেন। অন্যান্য ফ্যাকাল্টি সদস্যদের মধ্যে ছিলেন ডাঃ চন্দন কুমার দাস, ডাঃ মোহাম্মদ কায়সারুল মতিন এবং ডাঃ মাহমুদুর রহমান।
এই কর্মশালার লক্ষ্য ছিল চট্টগ্রামে প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি কৌশলগুলির উন্নতি করা, যা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn