
পশ্চিম বঙ্গের হাওড়া জেলায় টাউন হলে বুধবার বিকালে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত সংগীত শিল্পী ছিলেন লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লুপর্ণা মুৎসুর্দ্দী লোপাসহ একটি দল।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে সংগীত শিল্পী লোপাসহ বাংলাদেশ থেকে আমন্ত্রিক শিল্পীদের সংবর্ধনা প্রধান করেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী,বিশেষ আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাধারাণী দত্ত। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকী, সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশের ফোক গানের শিল্পী ও লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লূপর্ণা মূৎসূদ্দী লোপা। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা লায়ন মুমিনুল হক, সিন্থীয়া ইসলাম বিথী, মো. সামিম খান, ফিরোজ পরাশী রানা, দেবাশীষ কোলে, দেবযানী সামন্ত, আশিষ পোদ্দার, সোমা ভট্টাচার্য, তরুণ কুমার সাহা, সুতাপা আইস, রুমেলা গড়াই, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাওড়া জেলা কমিটির সভাপতি আহেরী দাস ও অনুষ্ঠান সঞ্চালনা করেন হাওড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপান্বিতা ভট্টাচার্য, মোহন বিশ্বাস, প্রতীক চক্রবর্তী, সৈকত চক্রবর্ত্তী। এসময় পশ্চিম বঙ্গের সমবায় মন্ত্রী অরুপ রায় বলেন, দুই বাংলার সংস্কৃতির মধ্যে একটা সেতুবন্ধন রয়েছে। রবীন্দ্র-নজরুল হচ্ছে বাংলা সংস্কৃতির প্রেরণা। রবীন্দ্র-নজরুলের অবদান বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন থাকবে। সংগীত শিল্পী লুপর্ণা মৎসূর্দ্দী লোপার মত দুই বাংলার জনপ্রিয় শিল্পীর উপস্থিতি এ অনুষ্ঠান সার্থক করে তুলেছে। বাংলা সাংস্কৃতি রক্ষার্থে সার্বিক সহযোগিতা করতে সংস্কৃতি কর্মীদের পাশে থাকার ঘোষণা দেন।