সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের বন্দর নগরী পতেঙ্গা সিবিচ সমুদ্র সৈকতে সর্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ উদযাপন

চট্টগ্রামের বন্দর নগরী পতেঙ্গা সিবিচ সমুদ্র সৈকতে সর্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ উদযাপন

 

গতকাল ১৪ এপ্রিল সোমবার পতেঙ্গা সমুদ্র সৈকতে সকাল ৭.৩০ ঘটিকার সময়ে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠীর জনসমাগমে জুম্মজাতি গোষ্ঠি সমূহের বৃহৎ সামাজিক উৎসব বিঝু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ ইং উপলক্ষে “জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতন হোন”
এই শ্লোগানটি সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রাম পতেঙ্গা সিবিচ (সমুদ্র সৈকত) বিশ্ব শান্তি মঙ্গল কামনায় পানিতে ফুল দিয়ে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক পিন্টু চাকমা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম উদ্বোধকের শুভ উদ্বোধন মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রা সূচনা করা হয়।

মঙ্গল শোভাযাত্রা দেখা গিয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকেরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেছে, বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে, জুম্ম জাতিগোষ্ঠীদের নিত্যদিনের ব্যবহার্য বিভিন্ন জিনিসসহ নানা প্রকারের কৃষ্টি-কালচার, ঐতিহ্যকে তুলে ধরার চেষ্ঠা করা হয়েছে র‌্যালীতে।
চাকমাদের গেংহুলির সুরে, ত্রিপুয়া নৃত্যের তালে তালে, মারমাদের সাংগ্রাইয়ের গানের তালে তালে, ঐতিহাসিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮.০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম সার্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা- ২০২৫ইং উদযাপন কমিটির সদস্য সচীব অরুন জয় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিন্টু চাকমা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, চট্টগ্রাম। সভাপতিত্ব করেন ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, অধ্যক্ষ, হিল চাদিগাং বৌদ্ধ বিহার ইপিজেড, চট্টগ্রাম। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইসরাফিল খসরু, সদস্য, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব সরফরাজ কাদের রাসেল, প্রাক্তন কাউন্সিলর,৩৯নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি বাবু রুবেল বড়ুয়া, সম্মাণিত ট্রাস্টি, বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্ট,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও বন্দর নগরী চট্টগ্রাম ফ্রিপোটের সুশিল সমাজের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তরা আলোচনা সভায় জুম্ম সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতন হোন হওয়ার আহবান জানান এবং সরকারের কাছে আদিবাসী জাতিগোষ্ঠীসমূহের সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের নিশ্চয়তা প্রদানের আহবান জানানো হয়।

চট্টগ্রাম সার্বজনীন বিজু, বিষু, বিহু, সাংগ্রাই, সাংক্রান, বৈসু, পাতা-২০২৫ ইং উদযাপন কমিটি কর্তৃক লাকী কূপণ ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn