শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের প্রেক্ষাগৃহে ‘গোয়িং হোম’

কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। তার নির্মিত দ্বিতীয় সিনেমা ‘গোয়িং হোম’ ঢাকার প্রেক্ষাগৃহে চলছে বর্তমানে। সিনেমাটি দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে সব শ্রেণির দর্শক। এবার বাণিজ্যিক শহর চট্টগ্রামে সিলভার স্ক্রিন মুক্তি পেতে যাচ্ছেন সিনেমাটি।
আজ ২৪ আগস্ট বিষয়টি নিশ্চিত করছেন মাশরুর পারভেজ। তিনি বলেন, ঢাকার পর চট্টগ্রামে আমাদের ‘গোয়িং হোম’ সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি। আগামী ২৬ আগস্ট চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলবে। ইচ্ছে আছে, পর্যায়ক্রমে দেশে সব জেলায় সিনেমাটি দেখানো।
মাশরুর পারভেজ দর্শকের উদ্দেশে বলেন, ‘সিনেমার গল্পে দর্শক তাদের জীবনকাহিনীর সাথে মিল পাবেন। আশা করি সবাই সিনেমাটি উপভোগ করবেন। সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’
সিনেমা প্রসঙ্গে মাশরুর পারভেজ বলেন, ‘অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মার-প্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। কার লুক কতটা মানানসই। নায়িকা হিসেবে জেরিকে নিয়েছি এবং টুকটাক কাজ করেছেন মিডিয়ায়। দ্বিতীয় হিরো হিসেবে নিয়েছি ফাহিম ফারুককে। তিনি এর আগে অভিনয় করেননি। আমি পরিচিত মুখ নিতেই পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, আমি যে গল্প বলতে চাই, তার সঙ্গে ফাহিমই মানানসই।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn