চট্টগ্রামের পাহাড়তলীতে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সম্মাননা
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্রলীতে মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৬ ডিসেম্বর সোমবার রাতে দক্ষিণ কাট্রলী মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের সাবেক কমান্ডার, মহানগর বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিক আহমেদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা গোলাম সরোয়ার শিবলু, আখতারুজ্জামান খোকন, কোতোয়ালি থানা ছাত্র দলের সদস্য সচিব আবু সাইদ সানী। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ রাসেল, আব্দুল আজিজ তুষার, আনন্দ মোহন দাস।
সভায় বক্তারা বলেন, আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে।
আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা শেষে রার মিউজিক ব্যান্ড মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে হাজারো তরুণ ও দর্শক আনন্দ উচ্ছাসে মেতে ওঠে।