এ্যাডভিশন বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচিতে মেয়র
চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায়, সবুজ নগরায়নে চসিক ও এ্যাডভিশন একযোগে কাজ করছে
পরিবেশ ও সামাজিক সংগঠন অ্যাডভিশন বাংলাদেশের উদ্যোগে মাসব্যাপী ভ্রাম্যমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ২৫ জুন সকালে নগরীর টাইগার পাসস্থ চসিক বিন্নাঘাষ প্রজেক্টের সামনে খেঁজুর গাছের চারা রোপণের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও এ্যাডভিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর অন্যতম সৌন্দর্য্য মন্ডিত, নগরী আমাদের চট্টগ্রাম। সমুদ্র, নদী, পাহাড়, পর্বত পরিবেশষ্টিত নগরী আমাদের চট্টগ্রামের মত নান্দনিক নগরী পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু দিন দিন আমাদের পরিবেশ বিদ্ধংশী কর্মকাণ্ডের ফলে চট্টগ্রাম হারাতে বসেছে তার চিরচেনা ঐতিয্য। তাই চট্টগ্রামের পরিবেশ সুরক্ষায় ও নান্দনিক সবুজ নগরায়নে চসিক ও এ্যাডভিশন একযোগে কাজ করছে। মেয়র আরো বলেন নগরীর ৪১ ওয়ার্ড কে বিলুপ্ত প্রায় খেঁজুর গাছ ও সোনালী গাছের চারা দিয়ে সাজানো হবে। এ নান্দনিক সবুজায়ন চট্টগ্রাম গড়তে এ্যাডভিশন বাংলাদেশের মাসব্যাপী কর্মসূচিতে সকল নগরবাসীকে এগিয়ে আসা উচিত।
এ্যাডভিশন বাংলাদেশের চেয়ারম্যান, নগর আওয়ামীলীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিল্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অ্যাডভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ আকবরশা থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর, মোঃ হাছান মুরাদ, নগর যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, মোহাম্মদ হোসেন মধু, শিউলি আকতার,মোঃ মোস্তফা,রিপা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল দে, মাইকেল দে, আব্দুল জব্বার, তানমুন আকতার, শিহাব উদ্দিন, মেঘলা আকতার, সুইটি বেগম, নুর আকতার, আব্দুল মান্নান, সেলিম উদ্দিন, হেলাল উদ্দিন, মোঃ জুনায়েদ, নুরুল ইসলাম। এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু খেঁজুর গাছের চারা রোপণের মধ্যে দিয়ে ভ্রাম্যমান মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কর্মসূচিতে সংগঠনের নেত্রীবৃন্দরা পাঠানটুলী ওয়ার্ড, উত্তর হালিশহর ওয়ার্ড, দক্ষিণ হালিশহর ওয়ার্ড,ও আন্দরকিল্লা ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে শতাধিক খেঁজুর গাছের চারা রোপণ করেন।