বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের পটিয়ায় ভূপতি রঞ্জন বড়ুয়ার রাজকীয় শেষকৃত্য সম্পন্ন

চট্টগ্রামের পটিয়ায় ভূপতি রঞ্জন বড়ুয়ার রাজকীয় শেষকৃত্য সম্পন্ন

পটিয়া উপজেলাধীন ভাণ্ডারগাঁও ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ প্রয়াত শ্রদ্ধেয় পূর্ণানন্দ মহাস্থবির মহোদয়ের প্রধান সেবক ও ভাণ্ডারগাঁও ত্রিরত্ন বিহারের সেবক ভূপতি রঞ্জন বড়ুয়ার অনিত্য সভা গতকাল ৮ জুন রবিবার বিকেলে বিহার প্রসঙ্গে ভাবগাম্বিজ্জে সুন্দর সুচারুভাবে রাজকীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি দীর্ঘদিন প্রায় ৫২ বছর অধিক এই বিহারে অবস্থান করেন। অবস্থানকালে তিনি বিহারের পরিচর্যা, পূজা, ভিক্ষু সংঘকে সেবা ও আপ্যায়ন করতেন। বিহারের যাবতীয় জিনিসপত্রের তদারকি করতেন।

অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনম্ভম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির।
প্রধান জ্ঞাতী ছিলেন মুৎসুদ্দিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী ভদন্ত শাসনমিত্র মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির।
সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্ত-সম্পাদক ভদন্ত রতনানন্দ স্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক তিষ্যমিত্র ভিক্ষু, বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু।

উদ্বোধন করেন ভাণ্ডারগাঁও ত্রিরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির।
উপস্হিত ছিলেন পারদর্শী বড়ুয়া, সমাজসেবক মো: রেজাউল করিম, চেয়ারম্যান মো: কায়েছ, আলী আকবর, সরোজ বড়ুয়া, ভাণ্ডারগাঁও ত্রিরত্ন বিহার কমিটির সভাপতি ব্যাংকার সত্যপ্রিয় বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিহার কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক জিনপ্রিয় বড়ুয়া।

আরও উপস্থিত ছিলেন শীলপ্রিয় মহাস্থবির, ভদন্ত বোধিরতন মহাস্থবির, ভদন্ত অনমদর্শী মহাস্থবির,ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, সুমনতিষ্য স্থবির, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জেবিএস আনন্দবোধি স্থবির, প্রজ্ঞাতিলক স্থবির, প্রিয়তিষ্য স্থবির, ভদন্ত সত্যপাল স্থবির, নিমফুল বিনয়মিত্র ভিক্ষু, প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু।

আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। অনিত্য সভায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশিষ্ট কীর্তনীয়া অক্ষয় বড়ুয়া এবং আগামী ১২ তারিখ বৃহস্পতিবার প্রয়াত ভূপতি রঞ্জন বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে মহান পূজনীয় ভিক্ষু সংঘকে ফাং এবং আগত জ্ঞাতি স্বজন ও পুণ্যার্থীকে নিমন্ত্রণের আহ্বান জানান। পড়ে কীর্তন সহকারে বাদ্য যন্ত্র, বাজি দিয়ে নেচে নেচে- গেয়ে গেয়ে আনন্দ করতে করতে গ্রাম প্রদক্ষন করে আবার বিহারে এসে সুন্দর সুচারু শ্রদ্ধাচিত্তে প্রতিবিম্বের সম্মুখে নমস্কার করে শ্মশানে নিয়ে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn