রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনির্বান সিজিএস চ্যাম্পিয়ন 

চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনির্বান সিজিএস চ্যাম্পিয়ন

 

আগ্রাবাদ সিজিএস কলোনী শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনির্বান সিজিএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার ৪ জানুয়ারি রাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে অনির্বান সিজিএস একাদশ টাইব্রেকারে ৫–৩ গোলে বি–ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স, মাদার্শা হাটহাজারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা নির্বাচিত হয় অনির্বান সিজিএস একাদশ এর নাইজেরিয়ান স্ট্রাইকার ‘বাকুলা’।
খেলা শেষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এইচ.এম. তৌহিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনব বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি’র আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ।
তিনি বলেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় রাজনীতিকীকরণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াসে সারাদেশে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। আগামীদিনে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে পরিপূর্ণভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ আগ্রাবাদ সিজিএস কলোনির কৃতি সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ সরকার মাহাবুব আহমেদ শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মহানগর বিএনপির সদস্য এম এস সবুর, মোঃ আবু মুছা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে “সবার আগে বাংলাদেশ” কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সঙ্গীত পরিবেশ করেন “পপ শিল্পী” মিলা সহ জাসাস এর শিল্পীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn