রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

 

১৪ ডিসম্বের বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।

এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn