বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঘুড়তে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালো স্কুলছাত্র , বেঁচে ফিরল ৫ বন্ধু

ঘুড়তে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালো স্কুলছাত্র , বেঁচে ফিরল ৫ বন্ধু

চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ঘুড়তে গিয়ে সাগরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলেপাড়ার বারুণীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন অন্তর (১৬) খুলশীর ফয়েস’লেক এলাকার মো. আরজুর ছেলে। সে পাহাড়তলী থানাধীন ঝাউতলা হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা তানভীর হোসেন সুমন বলেন, গতকাল বিকেলে ৬ বন্ধু মিলে ঘুড়তে যায়  সাগর  যায়। খেলা শেষে পা ধোয়ার জন্য সবাই সাগরে নামে। এ সময় জোয়ারের পানিতে সবাই পানিতে তলিয়ে যায়। সাঁতার কেটে সবাই কূলে উঠতে পারলেও অন্তর উঠতে পারেনি। পরে তার বন্ধুরা জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে থানা থেকে আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান পায়নি। পরে রাত সাড়ে ১০টায় রাতে তার মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়নমিত্র বলেন, বিকেলে ঘুড়তে  গিয়ে সাগরে পানিতে ডুবে যায় অন্তর নামে এক কিশোর। তাকে অনেক খোঁজার পর রাত সাড়ে ১০টায় সাগরে তার মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn