
ঘরে-বাহিরে নারীদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা চায় মইনীয়া যুব ফোরাম
আজ ১৩ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা।
দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা প্রতিবাদে এবং ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংগঠনের কর্মীরা একত্র হয়।
এ সময়ে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন রুবেল।
আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফাগণ ও জেলার নেতৃবৃন্দ।
এ সময়ে সাধারণ সম্পাদক বলেন শুধু শিশু মেয়ে ধর্ষন নয়, অনেক প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চা বলাৎকারের ঘটনা ঘটছে। আমরা এগুলো সর্বোচ্চ বিচারের দাবি করছি।
“মইনীয়া যুব ফোরামের ২০ হাজার যুবক দেশজুড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশেষ সেল গঠন করে জনসচেতনতা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। এভাবে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে৷ নারীদের নিরাপত্তা নিশ্চিতকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। ধর্ষকরা যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ মানববন্ধনে মইনীয়া যুব ফোরামের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।