ঘরে ঘরে মানবিক লোক তৈরি করতে হবে- দয়াল কুমার বড়ুয়া
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে হাত ঘড়ি প্রতিকের প্রার্থী,বাংলাদেশ কল্যান পার্টির ভাইস চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবাধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা প্রতিবাদে সোচ্চার তে হবে । এজন্য ঘরে ঘরে মানবিক লোক তৈরি করতে হবে। তাহলেই মানবধিকার লংঘন কমে আসবে। আজ রাজধানীর দক্ষিনখান থানার ফায়দাবাদ এলাকায় বিশ্ব মানবাধিবার দিবস উপলক্ষে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশেনর উদ্যোগে আয়োযিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি সংঘাতের ঘটনায় চরম দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন এবং একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান দয়াল কুমার বড়ুয়া।
দয়াল কুমার বড়ুয়া বলেন, সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ও মতাদর্শের ব্যক্তি, যেমন-মসজিদের ইমাম, ধর্মগুরু, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে মানবাধিকার প্রক্রিয়ায় নিয়োজিত করা গেলে মানবাধিকার পরিস্থিতির আরো উন্নতি হবে।
আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশেনর এরকম আয়োজনকে তিনি ধন্যবাদ জানিয়ে তার নির্বাচনী এলাকার কিছু করুন চিত্র তুলে ধরে দয়াল কুমার বড়ুয়া বলেন আগামী নির্বাচনে আপনারা এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে এমপি বানাবেন যে এই এলাকাকে নিজের হৃদয়ে ধারণ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা , ক্রাইম পেট্রোল বিডির প্রধান সম্পাদক আলতাবুর রহমান চৌধুরী, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশেনর নির্বাহি পরিচালক এনামুল হক নিপু, সিনিয়র সাংবাদিক মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক জুয়েল আনান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী তরিক শিবলী। এই সয়ম আরো উপস্থিতি ছিলেন সৈয়দ এশানুল হক – সাধারণ সম্পাদক ,ওবায়দুর রহমান – উপদেষ্টা,নাজির পাটওয়ারী – সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন-সহ সাংগঠনিক সম্পাদক,সুমন হোসেন – প্রচার সম্পাদক ওয়ালিদ বিন আজাদ রাব্বি – যুগ্ন সাধারণ সম্পাদক,আমেনা আক্তার প্রিয়া – যুগ্ন সাধারণ সম্পাদক ২,মোঃ পারভেজ – সহ সভাপতি,মোঃ হাসিব- কার্য নির্বাহী সদস্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক প্রথমবেলার সম্পাদক ও আসক ফাউন্ডেশনের উপদেষ্ঠা শাহ আলম।