মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ উদযাপন তরল সিটির মেয়র

গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ উদযাপন তরল সিটির মেয়র

 

পরপর তৃতীয়বারের মত নিউইয়র্কে সিটি মেয়র এরিক এডামসের শাসনকালে গ্রেসি ম্যানসনে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হলো। গত বৃহস্পতিবার ,৩ এপ্রিল বিকেলে বাংলাদেশ হেরিটেজ নামের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশী ইমিগ্রান্ট যোগ দেন। এই অনুষ্ঠানে মুহূমুর্হূ করতালির মধ্য দিয়ে মেয়র অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আপনাদের মত কম্যুনিটি এই সিটিতে আছে বলেই আজ আমি নিউইয়র্ক সিটির মেয়র। তিনি বলেন, এই সিটিতে আমাদের যতখানি প্রয়োজন আপনাদের, ঠিক ততখানি আপনাদেরও প্রয়োজন আমাদের। এটা এক পাক্ষিক নয়।
মেয়র বলেন, আমি মনে করি আমি যা করতে পারি, আপনারাও তাই পারেন।
এরিক এডামস বলেন, এদেশে এসে প্রথম প্রথম ভাষার সমস্যা থাকে, তারপর কঠোর পরিশ্রম করে, পরিবার পরিজনদের নিজ দেশ থেকে এনে, একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করে, ছেলেমেয়েদের ভালো স্কুলে ভর্তি করে এই সিটিতে মাথা তুলে দাঁড়ানোর প্রচেষ্টা সকল ইমিগ্রান্ট গ্রুপের। আপনারা তাদের মধ্যে অন্যতম।
তিনি বলেন, আমরা আপনাদের বলি না আমেরিকান—বাংলাদেশী। যেমন আমি নিজেকে বলি না আমেরিকান—আফ্রিকান। আমেরিকা বলে, আপনারা সবসময় নিজের দেশকে সামনে রাখুন। (অর্থাৎ বাংলাদেশী—আমেরিকান)।
মেয়র এরিক এডামস বলেন, আপনারা নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় মুসলিম কম্যুনিটি। সিটির সর্বত্র আপনাদের পদচ্ছাপ দেখা যায়। ব্রুকলীনে ম্যাকডোনাল্ড এভেন্যুতে, ব্রংক্সে এবং কুইন্সে গেলে আমি বাংলাদেশীদের স্মল বিজনেস দেখতে পাই। আমি দেখি আপনারা আইন ভঙ্গকারী নন, বরং আইন রক্ষাকারীদের সহায়তা করেন। এমন কি এনওয়াইপিডিতেও আপনাদের দেখি।
তিনি বলেন, আমি দেখি আপনারা মসজিদে প্রার্থনা করছেন। আমি দেখি আপনারা আপনাদের শিশু সন্তানদের কীভাবে আদর দিয়ে বড় করছেন। এই সিটিকে শক্তিশালী করে তুলছেন।
তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সিটিতে আপনারা শক্তিশালী ভয়েস হয়ে প্রসারিত হচ্ছেন। আপনাদের এখন উচিত হবে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে আরো শক্তিশালী হওয়ার। তখন আপনাদের আর অন্য কম্যুনিটির কোনো প্রতিনিধিকে সমর্থন জানাতে হবে না, আপনারা নিজেদের প্রার্থীকেই নির্বাচিত করতে পারবেন।
সবশেষে তিনি বলেন, আপনাদের কম্যুনিটিকে ভালোবাসি। আমি দেখতে চাই আপনারা ক্রমশ বড় হচ্ছেন, শক্তিশালী হচ্ছেন। একদিন এই পোডিয়ামে দাঁড়িয়ে আপনাদের মধ্য থেকে কেউ একজন বলবে, ‘I’m proud to be the first Bengali to be the mayor of the City of New York’। আমি যদি হতে পারি আপনারাও হতে পারবেন।
বাংলাদেশ সোসাইটির আয়োজনে বাংলাদেশ হেরিটেজ অনুষ্ঠানে সিটি হলের পক্ষ থেকে সমন্বয় করেন চিফ এডমিনিস্ট্রেটিভ এন্ড ফিনানশিয়াল অফিসার মির বাশার।
অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সহ বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন মির বাশার।
বাংলাদেশ হেরিটেজ ডে’র উদযাপন উপলক্ষে মেয়র এরিক এডামস বাংলাদেশ কম্যুনিটির চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেন। এঁরা হলেন সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান এম.এম. শাহীন, নুশরাত ফজল, জয়া করিম ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম।খবর বাপসনিউজ ।
শুরুতে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র অফিসের কম্যুনিটি এ্যাফেয়ার্সের মুসলিম লিয়াজন মেহেদি হাসান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রানো নেওয়াজ, অনীক রাজ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn