কেন্দ্রীয় যুবলীগের সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
গ্রামীণ পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস পরিক্রমা
নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যাবশ্যক
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুবনেতা মাইনুল হোসেন খান নিখিল সকাশে চট্টগ্রাম থেকে ইতিহাস বিষয়ক পত্রিকা ‘চট্টলানামা’র সম্পাদক নাজমুল হক শামীম সৌজন্য ও পত্রিকা উপহার প্রদানকালে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান স্বাধীনতার ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা ও রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর আদর্শিক নীতিকথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার ক্ষেত্রে লেখক-গবেষকদের ভূমিকা রাখতে হবে। তিনি গ্রামীণ পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাস পরিক্রমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। ২৫ মে সকালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢাকার সমাধিস্থলে পুষ্পমাল্য-শ্রদ্ধা নিবেদনের পরে মাজার চত্বরে সৌজন্য সাক্ষাৎ ও চট্টলানামা উপহার প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় বিশিষ্ট কবি মতিয়ারা চৌধুরী মিনু, মোহাম্মদ সোহেল তাজ, ডা. মআআ মুক্তাদীর উপস্থিত ছিলেন।