বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গৌতমাশ্রম বিহার ও হাইদচকিয়া শান্তিধাম বিহারের যৌথ উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ত্রি -স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার ও হাইদচকিয়া শান্তিধাম বিহারের যৌথ উদ্যোগে গত ৫ মে শুক্রবার উদযাপন করা হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল সকাল বেলায় পবিত্র বুদ্ধ স্নান, বিশ্ব শান্তি কামনায় বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, বিকালবেলা বুদ্ধের জীবনাদর্শন নিয়ে আলোচনা সভা ও ধর্মীয় বৃত্তি প্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। সভায় সভাপতিত্ব করেন হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমিটির সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া শান্তিধাম বিহার কমিটির সাধারণ সম্পাদক ও হাইদচকিয়া মৈত্রী সংঘের সভাপতি পবন বড়ুয়া পংকজ। বিশেষ আলোচক ছিলেন হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমিটির সাধারণ সম্পাদক রনবীর বড়ুয়া লিংকন ও হাইদচকিয়া মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার কমিটির সহসভাপতি রুপক বড়ুয়া, অর্থ সম্পাদক টুটুল বড়ুয়া ও মৈত্রী সংঘের ধর্মীয় সম্পাদক জনি বড়ুয়া। সভায় বক্তারা বর্তমান হিংসা, হানাহানি, অস্থির বিশ্বে মহাকারুনিক গৌতম বুদ্ধের নির্দেশিত সাম্য ও শান্তির বাণী তুলে ধরেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn