রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

গোসল করতে নেমে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের কাজলি নদীতে গোসলে নেমে আনিসা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২৬ আগস্ট দুপুর ১২টার দিকে গজারিয়ায় উপজেলার হোসেন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আনিসা স্থানীয় নতুনচর এলাকার আমির হোসেন মোল্লার মেয়ে ও একটি মাদরাসার ছাত্রী ছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ১২টার দিকে বাড়ির পাশের মেঘনার শাখা কাজলি নদীতে গোসল করতে যায় আনিসা। এসময় নদীর স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। পারে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে ১ ঘণ্টা পর তাকে পাওয়া যায়। উদ্ধারের পর তাকে প্রথমে একটি ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা সুলতানা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা হাসপাতালে নিয়ে এলে আমরা পরীক্ষা করে তাদের বিষয়টি নিশ্চিত করেছি। শিশুটির মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn