শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোসল করতে নেমে তরুণের মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করে।মৃত তন্ময় বড়ুয়া শহরের রিজার্ভ বাজার এলাকার নেপাল বড়ুয়ার ছেলে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেগে উঠা বালুচরে শুক্রবার বিকেলে ইঞ্জিনচালিত বোটে তন্ময় বড়ুয়া বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান। খেলা শেষে হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। বন্ধুরা খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল আমীন জানান, তন্ময় বড়ুয়া নামের এক তরুণ হ্রদে গোসল নেমে পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn