মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোয়ালডাঙ্গায় ভাঙনের দেড় মাস পর বাঁধের কাজ শুরু

গোয়ালডাঙ্গায় ভাঙনের দেড় মাস পর বাঁধের কাজ শুরু

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙনের দেড় মাস পর প্রাথমিকভাবে বাঁধের কাজ শুরু করা হয়েছে। ৭ এপ্রিল সকাল থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে এই বাজার রক্ষা বেড়িবাঁধের কাজ শুরু করা হয়। উল্লেখ্য, গত দুই মাস পূর্বে ওয়াপদা রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হতে থাকে। ভাঙনের শুরু থেকে আস্তে আস্তে প্রায় ৬০০মিটার ওয়াপদা রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যেটা বিভিন্ন পত্র-পত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশনায় প্রাথমিকভাবে বেড়িবাঁধের কাজে হাত দেওয়া হয়। ভাঙনে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং না দেওয়া হলে পরবর্তীতে এর চেয়ে আরও ক্ষতি হতে পারে বলে ধারণা করেছে বাজার কমিটি ও আল আকসা জামে মসজিদ কমিটি সহ স্থানীয়রা।
খুলনা শেখ সোহেল কোম্পানির ঠিকাদারী প্রতিষ্ঠান আবুল কালাম আজাদের ম্যানেজার আনন্দমোহন জানান, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে আমরা প্রাথমিকভাবে মাটি সরানোর কাজ শুরু করেছি। তবে এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, গোয়ালডাঙ্গা বাজারের বেড়িবাঁধ ভাঙনের সরকারিভাবে আমরা কোন বরাদ্দ পাইনি। পূর্বের নদী খননের ঠিকাদার তাদের নিজস্ব অর্থায়নে কাজ করেছে। অতি দ্রুত বাজেট পেলে ভাঙন কবলিত অংশে পাইলিংয়ের মাধ্যমে জিও ব্যাগ ও ব্লক দিয়ে ডাম্পিং করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn