শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

গোপালপুরে বিভিন্ন অপকর্মের দায়ে ৩ সমর্থককে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

গোপালপুরে বিভিন্ন অপকর্মের দায়ে ৩ সমর্থককে রাজনীতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

 

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কৃতরা হলেন- উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি।

এর আগে গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি করা, মারামারিসহ অসামাজিক কার্যক্রলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল কার্যক্রম ও দলীয় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড না করার নির্দেশ প্রদান করা হলো। তারা দলের পরিচয় বহন করতে পারবে না এবং তাদের অপকর্মের দায় বিএনপি বহন করবে না।

এতে আরও বলা হয়, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের তাদের সাথে কোনো ধরণের রাজনৈতিক সম্পর্ক বজায় না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। পরে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দল কার্যক্রম ও দলীয় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তারা দলের কেউ না, সমর্থক ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn