শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান

গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগে দুদকের অভিযান

 

সড়ক ও জনপথ বিভাগে অভিযান পরিচালনা করেছে গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশন। আজ দুপুরে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে দুদক টিম। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে অবস্থান নেন এবং নির্মানাধীন ঘোনাপাড়া থেকে টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের কাগজপত্র তলব করেন।

পরে গণমাধ্যমকে দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, সরেজমিনে দীর্ঘদিন ধরে নির্মানাধীন আঞ্চলিক সড়কে অনিয়ম হয়েছে তা প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। মেয়াদ বৃদ্ধি করা হলেও নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন না হওয়া ও অনিয়মের মধ্যে পড়ে। রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn