রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর / ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

গোপালগঞ্জে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর / ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

গোপালগঞ্জ জেলায় মৎস্য ট্রেনিং সেন্টারে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্রণালয়ের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে ৬৭ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কাম কম্পিউটার অপারেটর / ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ৪ দিন ব্যাপি ৩ টি ব্যাচের মধ্যে ২য় ব্যাচের প্রশিক্ষণ চলছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ কামরুজ্জামান, জেলা প্রাশাসক, গোপালগঞ্জ। জেলা প্রাশাসক তার আলোচনায় বলেন গ্রাম আদালতের কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা ও নথী এবং রেজিস্ট্রার লেখা এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জানতে ও শিখতে পারবেন। এই প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য দিক হলো এখানো যাবতীয় কাজ হাতে কলমে শেখানো হবে যা আপনাদের মাঠ পর্যায়ে কাজ করতে প্রয়োজন হবে। তিনি আরো বলেন এই প্রশিক্ষন পাবার পর আমরা ইউনিয়নে পরিদর্শনে গিয়ে গ্রাম আদালতের কার্যক্রম দেখবো তখন দেখা যাবে আপনারা কতটুকু ভালো ভাবে করতে পারছেন। আপনারা যখন কাজটা সফল ভাবে ইউনিয়ন পর্যায়ে করতে পারবেন তখনই এই প্রশিক্ষণের সার্থকতা হবে। উক্ত প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০২৪ এবং বিধিমালা ২০১৬ নিয়ে এবং গ্রাম আদালতের ফরমস ফরমেট নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য জনাব বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ, জনাব কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মো: হারুন অর রশিদ, উপপরিচালক, সমাজসেবা, জনাব সাজেদুল হক, উপপরিচালক, যুব উন্নয়ন, জনাব লাখসানা লাকী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর। উক্ত প্রশিক্ষণে সেশন পরিচালনা সার্বিক সহযোগিতা করেন জনাব মো: আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার এভিসিবি-৩ প্রকল্প, গোপালগঞ্জ। উল্লেখ্য প্রশিক্ষণ শেষে প্রশিণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন জনাব বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক স্থানীয় সরকার, গোপালগঞ্জ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn