সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

 

গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে মোটরসাইকেলচালক রনি শেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় অপর আরোহী চাচাতো ভাই একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জিমি শেখ আহত হয়।
সোমবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী-ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে ও মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার জানায়, রনি শেখ তার চাচাতো ছোট ভাই জিমি শেখসহ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় মোটরসাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুইজনই মারাত্মক আহত হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত জিমি শেখকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn