সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনায় নিহত- ২

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  দুর্ঘটনায় নিহত- ২

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দৃর্গাপুর এলাকায় মটর সাইকেল  চালক ও আহরী গাছের সাথে ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছে।

জানাগেছে, আজ শুক্রবার সকালে ৯ টা ৩০ মিঃ দিকে ইছাখালী ইজলের খেওয়া ঘাট হতে  দৃর্গাপুর

জাওয়ার সময় দৃর্গাপুর কালি মন্দিরের কাছে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের

গাছের সাথে ধাক্কায় আহত হয় তারা।

এ সময় এলকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

নিহত ইছাঘালী গ্রামের পলাশ সেখের ছেলে মাহিন শেখ ও বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ মাজেদুর রহমান জানান,

সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন স্কুল ছাত্র। গাড়ী চালানো কোন লাইন্সেস পাওয়া যায়নি তাদের কাছ থেকে তারা বেপরোয়া হতিতে গাড়ী চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত হয়।

পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn