বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে পৃথক – দুইটি সড়ক দুর্ঘটনায় ২০জন আহত

গোপালগঞ্জে পৃথক – দুইটি সড়ক দুর্ঘটনায় ২০জন আহত

 

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন এবং প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক নয়টা দশ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও একই সড়কের সোনাশুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়।অন্যদিকে, একই সড়কের সুনাশুর নামক স্থানে আনুমানিক সকাল দশটার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৫জন আহত হয়। উভয় ঘটনায় আহত ১০জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn