বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে দিনে দুপুরে ঘরে ঢুকে যুবককে হত্যা করে ডাকাতি

গোপালগঞ্জে দিনে দুপুরে ঘরে ঢুকে যুবককে হত্যা করে ডাকাতি

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে।
জানা গেছে, পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক এবং তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে তারা দুজন কর্মস্থলে বেরিয়ে যান। দুপুরে পল মজুমদার বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২)-কে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখতে পান।  এ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাতপা বেঁধে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার।তিনি বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙাচোরা ও এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn