বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের মিম- মামলা বাজ প্রাক্তন স্বামীর কাছে মিথ্যা মামলায় হয়রানি.

গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের মিম- মামলা বাজ প্রাক্তন স্বামীর কাছে মিথ্যা মামলায় হয়রানি.

 

গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের রাতকানদির,মোঃ ফিরোজ শেখের ছোট মেয়ে মিম, প্রাক্তন স্বামীর কাছে মিথ্যা মামলায় হয়রানি,
সরজমিনে গিয়ে জানতে পারা যায়,মিম বলে, সোহেল এবং তার আব্বা আমার কাছে প্রায়, যৌতুকের টাকা দাবি করত এবং আমাকে অত্যাচার করত, আমি সোহেলকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ টাকা দিছি, ওদের অত্যাচার থেকে মুক্তি পেতে আমি ওকে ডিভোর্স দেই, কিন্তু ওদের লোভ এখন, এরকম পর্যায়ে গেছে যে আমার কিছু ছবি আমার প্রাক্তন স্বামীর কাছে ছিল, সেই ছবিগুলো বাজে অবস্থায় তৈরি করে আমাকে ভয় দেখাচ্ছে, আমি এগুলো আর মেনে নিতে পারছি না আমার ধজের বাঁধ ভেঙে দিচ্ছে, মিম বলে আমি আমার প্রাক্তন স্বামীকে বিদেশ যাওয়ার সময় যে দুই লাখ টাকা দিছি,আমার স্বর্ণ গহনা যা রেখে আসছিলাম, ওদের অত্যাচারে আমার ছোট দুধের শিশু বাচ্চাকে, নিয়ে আসতে পর্যন্ত পারিনি, মিম বলে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে,আমিও মামলা করব, ওর সাথে বুজবো আইনের মাধ্যম দিয়ে, আমার ছোট দুধের বাচ্চা এবং কাবিনের টাকা সহ, সবকিছুই ফেরত চাই,
নভেম্বর মাসের ১২ তারিখে, ডিভোর্স হবার পরে,সোহেল মোল্লা, মিম এবং তার পরিবারের,নামে মামলা করেও ক্ষান্ত হচ্ছে না, জানতে পারা যায় সোহেল মোল্লা, তার প্রাক্তন স্ত্রী মিমকে,এর আগেও একবার মামলা দিয়েছিল, জানতে পারা যায় মিমের প্রাক্তন স্বামীর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর থানার আওড়াকান্দির টুটুল মোল্লার ছেলে সোহেল মোল্লা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn