বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

গুয়াহাটিতে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন প্রেমিকের

গুয়াহাটিতে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন প্রেমিকের

 

ভারতের আসামরাজ‍্যের মহানগরী গুয়াহাটিতে প্রেমিকাকে রাস্তার মাঝে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে গুয়াহাটির লেট গেট এলাকায়। রাজ‍্য পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছে, মৃতার নাম মৌসুমী গগৈ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে তিনি রাস্তার ধারে গাড়ির জন‍্য অপেক্ষা করছিলেন। অ‍্যাপ নির্ভর গাড়ি বুক করেছিলেন। গাড়িটি আসতে দেরি করছিল। সেই সময় গাড়ি নিয়ে সেখানে আসেন মৌসুমীর প্রেমিক ভূপেন দাস। গাড়ি থেকে নেমে প্রেমিকার দিকে এগিয়ে যান। তারপরই আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন। তারপর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা অভিযুক্তকে ধরার চেষ্টা করেন কিন্তু পারেননি। তাঁরাই পুলিশে খবর দেন এবং আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজের শরীরে ও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। পুলিশ জানিয়েছে, পানবাজার থানায় এর আগে প্রেমিকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ করেছিলেন মৌসুমী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn