গুজরাটে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, নিহত ৩
ভারতের গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে, প্রশিক্ষণ চলাকালীন কপ্টারটি একটি মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। রবিবার (৫ জানুয়ারি ) দুপুরে পোরবন্দরে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুবের প্রশিক্ষণ চলছিল। কিন্তু হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে সেটি। এদিকে, বিপদ বুঝে আগেই কপ্টার থেকে ঝাঁপ দিয়ে ছিলেন পাইলট। কিন্তু প্রাণরক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। প্রাণ হারান আরও ২ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। কেন কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ক্রটি নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।