
গুজরাটে ভারতীয় সেনার বিমান দুর্ঘটনায় ১ পাইলট নিহত
মাঝ আকাশে ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান। দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার পাইলটের। গুরুতর আহত আরও ১ জন। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে এই দুর্ঘটনার কথা জানিয়েছে। প্রকাশ, ভারতের গুজরাটের জামনগরে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বায়ু সেনা জানিয়েছে, বুধবার (২ এপ্রিল) রাতে জামনগর বিমানবন্দর থেকে আইএএফের জাগুয়ারের একটি বিমান উড়েছিল। ২ আসন বিশিষ্ট ওই বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ক্রটির সম্মুখীন হয়। সঙ্গে সঙ্গে পাইলট ওই বিমানটিকে বিমান ঘাঁটি এবং জনবহুল এলাক থেকে দূরে সরিয়ে নিয়ে যান। সেখানেই ভেঙে পড়ে সেটি। গুরুতর আহত হন বিমানে থাকা ২ জন। পরি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাইলটের। জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের একমাঠে ভেঙে পড়ে জাগুয়ার বিমানটি। সঙ্গে সঙ্গে ধোঁয়া বার হতে থাকে। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে হাত লাগান উদ্ধার কাজে। বিমান থেকে পাইলটদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১ জনের মৃত্যু হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটল ? যান্ত্রিক ক্রটি থাকা সত্ত্বেও কেন ওই বিমানকে ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল ? উঠেছে এমন নানা প্রশ্ন। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।