
আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১০ এপ্রিল সোমবার নগরীর মুরাদপুরস্থ খানকা শরীফে সামাজিক ও মানবিক কর্মসূচীর আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন শাখা, উপজেলা ও নগর কমিটির আওতাধীন এলাকায় অসহায় অসচ্ছল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আলহাজ্ব ইরফানুর রহমান মিজান আল মাইজভান্ডারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আশরাফুল আলম, মো: আব্দুল্লাহ, মো: মাহবুবুল আলম, মো: ওসমান গণি, আবছার উদ্দিন অলি, আব্দুল কাদের, ইয়ার মোহাম্মদ, এ.বি.এম জি.এম কাদের, মো: কামাল প্রমুখ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলে দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Post Views: ৫৪